সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
প্রত্যয় ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৪১ হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তুরস্কের ইজমির নগরীতেই মারা গেছেন ২৫ জন। স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) আঘাত হানা ওই ভূমিকম্পে গ্রিসেও দুই জনের মৃত্যু হয়েছে। ইজমিরে ভূমিকম্পে অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পরাঘাতে এখনো ওই অঞ্চলটি বার বার কেঁপে উঠছে। তারমধ্যেই উদ্ধারকর্মীরা ধ্বংস্তুপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। তারা জানান, সেখানে আরো ৪৭০টি পরাঘাত অনুভূত হয়।
কর্মকর্তারা জানান, ধসের পড়া আটটি ভবনে উদ্ধার কাজ শেষ হয়েছে। আরো অন্তত নয়টি ভবনে এখনো উদ্ধার কাজ চলছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিলেঅ রিখটার স্কেলে ৭। তবে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) বলেছে, গ্রিনিচ সময় ১১টা ৫০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬ দশমিক ৬। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, গ্রিসের সামোস দ্বীপের কারলোভাসি থেকে ১৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়। ইস্তাম্বুল ও এথেন্সেও ভূমিকম্প অনুভূত হয়।
স্থানীয় প্রশাসন জানায়, সেখানে আরো ৪৭০টি পরাঘাত অনুভূত হয়। তার মধ্যেই উদ্ধারকর্মীরা ধ্বংস্তুপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পের পর চিরশত্রু দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুযোগ তৈরি হয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি সমর্থন ও সমবেদনা জানিয়েছেন।