সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
প্রত্যয় ডেস্ক: স্পেনে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে দ্বিতীয় রাতেও পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার রাতের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবাদের সময়ে কয়েকটি শহরে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে মাদ্রিদে। এখানে বিক্ষোভকারীরা স্বাধীনতা বলে স্লোগান দেন। তারা ময়লার বিনে আগুন ধরিয়ে দেয় এবং শহরের প্রধান রাস্তাতে অস্থায়ী ব্যারিকেড তৈরি করে। পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে সংঘর্ষের শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে।
স্পেনের জরুরি সেবা জানিয়েছে, সংঘর্ষের সময় তিন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১২ জন হালকা আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অন্তত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। লা রিওজা অঞ্চলের রাজধানী লগরোনোতে বিক্ষোভকারীদের একটি দল ময়লার ঝুড়িতে আগুন দেয় এবং কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করে।
গত সপ্তাহে স্পেনে রাতের কারফিউ জারি করা হয়েছে। করোনার বিস্তার ঠেকাতে নতুন বার ও রেস্তোরাঁ বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই স্পেনে এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। হুডি ও মুখে মাস্ক পরিহিত তরুণরা কাপড়ের দোকানে জোর করে প্রবেশ করে অনেক কিছু যেতে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে।
লগরোনোতে পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে। আরও দুটি শহর থেকে দশ জনকে আটক করার কথা জানিয়েছে জাতীয় পুলিশের এক নারী মুখপাত্র। মালাগাতেও বিক্ষোভকারীরা ময়লা ঝুড়িতে আগুন দিয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে বোতল ছুড়ে মেরেছে। এর আগে শুক্রবার রাতেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই দিন অন্তত ২০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছিলেন। গ্রেফতার করা হয়েছিল ১২ জনকে।