প্রত্যয় ডেস্ক: ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ আবারো বাড়তে শুরু করেছে। গতকাল শনিবার অস্ট্রিয়ায় কারফিউ জারি করা হয়েছে। নতুন করে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে পর্তুগালেও।
অস্ট্রিয়ায় প্রতিদিন স্থানীয় সময় রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এ সময় শুধু ক্যাফে ও রেস্টুরেন্টগুলো খোলা থাকবে। পার্সেলের মাধ্যমে সবাইকে খাবার সংগ্রহ করতে হবে। দেশটিতে শনিবার নতুন করে ৫ হাজার ৩৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরপরই কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। পুরো নভেম্বর জুড়ে তা কার্যকর থাকবে। অস্ট্রিয়ার চ্যান্সেলর সাবেস্তিয়ান কুর্জ বলেন, ভেবে চিন্তে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জনগণের জন্য যা প্রয়োজন তাই করা হয়েছে।
এদিকে পর্তুগালের ৩০৮টি কমিউনিটির মধ্যে ১২১টিতে বসবাসরত জনগণের ওপর কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। ওইসব এলাকার জনগণকে বাড়িতে বসে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নিত্য পণ্যের দোকান রাত ১০ টার মধ্যে বন্ধ করতে হবে বলে জানিয়েছে পর্তুগাল সরকার। দেশটির প্রধানমন্ত্রী জানান. ভাইরাসের সংক্রমণ বাড়ছে। জরুরি পদক্ষেপ না নিলে স্বাস্থ্যখাত ধসে পড়বে।