প্রত্যয় ডেস্ক, হাফিজুল হক চৌধুরী, কমলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের কেছুলুটি কমিউনিটি ক্লিনিক সাপোর্ট গ্রুপের একদিনের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয় গতকাল রোববার ০১/১১/২০২০ইং তারিখে।
ক্লিনিকে কর্মরত হাসিনা মূর্শেদার সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন, শমশের নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১, শমশেরনগর এ,এ,টি,এম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক প্রত্যয় অনলাইন পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি ও কেছুলুটি কমিউনিটি ক্লিনিকের সভাপতি হাফিজুল হক চৌধুরী।
এই সময় আরও উপস্থিত ছিলেন শমশেরনগর পরিবার পরিকল্পনার কর্মকর্তা সবদর আলী, সাবেক ইউ,পি সদস্য সি,এস,জি কমিটির আহবায়ক আবু বক্কর সিদ্দিকী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ কর্মসূচীর আলোচনায় গুরুত্ব দেওয়া হয় গর্ভবতী মহিলাদের সেবাগ্রহনে উৎসাহিত করা এবং কভিড-১৯ করোনা ভাইরাসের ২য় ঢেউ কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে সচেতনতা সৃষ্টির বিষয়টি।
সমাপনী বক্তব্যে সভাপতি জানান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিককে আধুনিকায়নের জন্য কাজ করে যাচ্ছেন। কমিউনিটি ক্লিনিককে আধুনিকায়নের মূল কারণ হল গর্বভতী মহিলাদের প্রাথমিক সেবাদান নিশ্চিত করা, যাতে অসচেতনতার জন্য কোন মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু না হয়। মৃত্যুর হার কমিয়ে নিতে যাতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয়ে প্রশিক্ষণরত সকলকে সচেতন হতে এবং গর্ভবতী মহিলাদের ক্লিনিকে এসে সেবা নিতে উৎসাহ প্রদান করা হয়। এর জন্য প্রয়োজন সকলের সম্মিলিত সামাজিক সচেতনতা গড়ে তোলা।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী সকলের হাতে একটি করে ছাতা উপহার স্বরূপ তুলেন দেওয়া হয়। তিনি ক্লিনিকে যাতে পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ করা হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সজাগ দৃষ্টি রাখতে আহবান জানান। এছাড়াও বক্তব্য রাখেন স্বার্থকর্মী সবদর আলী, কেছুলুটি কমিউনিটি ক্লিনিকের সাবেক সভাপতি সি,এস,জি এর আহবায়ক সাবেক ইউ,পি সদস্য আবু বক্কর সিদ্দিকী।