প্রত্যয় ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএস তাদের আমাক বার্তা সংস্থায় দেয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। এ ছাড়া সেখানে একজন অস্ত্রধারীর ছবি ও ভিডিও দিয়েছে। টেলিগ্রামে প্রকাশিত ওই ছবিতে একজন ব্যক্তিকে দেখানো হয়েছে এবং তাকে ‘আবু দাগনাহ আল-আলবানি’ বলে শনাক্ত করা হয়েছে। তিনি সোমবার পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ভিয়েনার কেন্দ্রস্থলে পিস্তল ও মেশিনগান নিয়ে জনতার ওপর হামলা চালিয়েছে বলে ছবির সঙ্গে থাকা বিবৃতিতে বলা হয়েছে।
ছবিতে আলবানির এক হাতে একটি পিস্তল, অপর হাতে একটি মেশিনগান ও চাপাতি ধরা রয়েছে। মঙ্গলবার ভিয়েনার ৬ জায়গায় সশস্ত্র বন্দুকধারীরা গুলি চালিয়ে অন্তত চারজনকে হত্যা করে, আহত হযন বেশ কয়েকজন।
দেশটির চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, হামলাকারীদের একজনও এ ঘটনায় নিহত হয়েছে। পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে। হামলাকারীদের মধ্যে অন্তত একজনকে এখনও ধরা যায়নি এবং পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।