মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে দিবাগত রাতে শতাধিক গাছের অপরিপক্ক কলা কর্তন করেছে দুর্বৃত্তরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে কৃষক আব্দুল হালিমের ১ বিঘা জমির ৩৫০ টি কলার গাছের মধ্যে প্রায় শতাধিক বিক্রয়ের অনুপোযাগী অপরিপক্ক কলা কর্তন করে জমিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। কৃষক আব্দুল হালিম জানান, সকাল বেলা আমার এক প্রতিবেশি খবর দিলে আমি জমিতে গিয়ে দেখি কে বা কাহারা শত্রুতা করে কলাগুলো কেটে জমিতে ফেলে রেখেছে। তিনি আরো বলেন আমি অনেক টাকা খরচ করে পরিশ্রম করে কলা চাষ করেছি। যারা এ কাজ করেছে আমি তাদের শাস্তির দাবি করছি।
এ ব্যাপারে শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের কঠিন বিচারের আওতায় আনা হবে।