প্রত্যয় ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই পক্ষকেই সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। তিনি বলেন, ফল ঘোষণার আগ পর্যন্ত উত্তেজনা বাড়ানো হবে দায়িত্বজ্ঞানহীন কাজ। আমেরিকান ‘ওয়ান-ম্যান শো’র চেয়ে আরও বেশি কিছু। বর্তমান পরিস্থিতিতে যদি কেউ আগুনে ঘি ঢালেন, তবে অবশ্যই দায়িত্বজ্ঞানহীন কাজ হবে।
সচরাচর তিনি এভাবে কথা না বললেও জার্মানির ফানকি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে স্পষ্টভাষায় কথা বলতে দেখা গেছে তাকে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে। যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্যকালে তিনি বলেন, স্বাধীনভাবে নির্ধারিত ফল ঘোষণার আগ পর্যন্ত মাথা ঠাণ্ডা রাখতে হবে।
চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এখনো ভোট গণনা চলছে। বেশ কয়েকটি রাজ্যে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী দাবি করে ভোট গণনা বন্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করেছেন। এছাড়া বেশ কয়েকটি স্থানে সহিংসতা দেখা দেয়ায় উত্তেজনা বেড়েছে।
হেইকো মাস বলেন, এখন পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারণ করা হয়নি। কোজেই সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সংযম প্রদর্শন করতে হবে।