প্রত্যয় নিউজ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে আব্দুল জলিল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার আব্দুল জলিল বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট হ্যাকিং ও জালিয়াতি করেছেন।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।