প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসুচীর আওতায় ৫ হাজার ৭শ ৮০ জন কৃষকের মাঝে ভুট্টা, গম, বোরো ধান, সরিষা, পেয়াজ, টমেটো, মরিচের বীজ ও সার প্রদান করা হয়েছে।২০২০-২১ অর্থ বছরে বিনামূল্যে এসব কৃষি উপকরন দিচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন মাহমুদ, ভানোর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব সরকার, আমজানখোর ইউপি চেয়ারম্যান মো. আকালু ডংগাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অধিদপ্তর থেকে জানা গেছে, ২০২০-২০২১ অর্থ বছরের কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসুচীর আওতায় ৪৮০ জন পূনর্বাসন ও ৫৩০০ জন কৃষক প্রণোদনা পাবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় জানান, আমরা চেষ্টা করছি কৃষকদের উদ্বুদ্ধ করতে। আজ বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এসব বিতরণ কার্যক্রম চলবে।