দৈনিক প্রত্যয় ডেস্কঃ টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির নতুন হালনাগাতকৃত টেস্ট র্যাঙ্কিংয়ে নবম স্থানে অবস্থান করছে মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি।
সবশেষ হালনাগাতকৃত র্যাঙ্কিংয়ে ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশের নিচে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ১৮ এবং এর ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৯।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। অন্যদিকে ২০১৬ সালের পর প্রথমবারের মতো শীর্ষস্থান হারায় ভারত। ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বিরাট কোহলিরা।
অন্যদিকে সাদা পোশাকের ক্রিকেট নতুন যুক্ত হওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে এখনো এই তালিকায় যুক্ত করা হয়নি। এখন অবধি তাদের খেলা ম্যাচের সংখ্যা র্যাঙ্কিংয়ে অবস্থান নেয়ার তুলনায় কম বলে তাদের এখনো তালিকায় যুক্ত করা হয়নি বলে জানিয়েছে আইসিসি।