আব্দুল্লাহ আল হাসিব, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃসমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব ও সংক্রমণজনিত কারণে উদ্ভূত সংকট মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের যথাযথ নির্দেশনা মোতাবেক দুর্যোগের শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ,এনডিসি, পিএসসি, জি মহোদয় দেশের এই ক্রান্তিলগ্নে মানবতার ডাকে সাড়া দিয়ে সার্বিক সংকট উত্তরণে এই বাহিনীর প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
মহাপরিচালক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ও সময়োপযোগী সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশের প্রান্তিক এলাকা পর্যন্ত বিস্তৃত ১,৫৫,০০০ স্বেচ্ছাসেবী অস্বচ্ছল ভিডিপি পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলার মণিরামপুর উপজেলায় দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।মণিরামপুর উপজেলার অস্বচ্ছল ভিডিপি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। ড. লুৎফর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ফারুক হোসেন এর ব্যবস্থাপনায় উক্ত ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন জনাব সুফল চন্দ্র গোলদার, নির্বাহী ম্যাজিস্টেট যশোর,ওসি তদন্ত শিকদার মতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাইজিদ,
ব্যবস্থাপক,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, মণিরামপুর শাখা শুদাংশু কুমার দাস, উপজেলা প্রশিক্ষকা শেখ ফাতেমা সিনহা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবুল হোসেন।