মিজানুর রহমান, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি মৌজায় বিনাতদন্তে সেচ কমিটি কর্তৃক অগভীর নলকুপ স্থাপনে সেচ লাইসেন্স প্রদানের প্রতিবাদে মানববন্ধন করেছে আমঝুপি গ্রামবাসী।
সরজমিনে তদন্ত ছাড়া অবৈধ ও গোপনীয় ভাবে ওই গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে জাহাঙ্গীরকে সেচ লাইসেন্স প্রদানের অভিযোগে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও সেচ কমিটি বরাবরে আমঝুপি গ্রামের কৃষক শাহিনুর, গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের ও সংবাদ সম্মেলন করেন। সেচ কমিটি এ ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করায় আজ ৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় আবেদনকৃত কৃষকরা আমঝুপি গ্রামবাসীকে নিয়ে মানববন্ধন করেছে।
মানববন্ধনে আমঝুপি গ্রামবাসী জাহাঙ্গীরের সেচ লাইসেন্স বাতিল পূর্বক সরেজমিনে তদন্ত সাপেক্ষে সেচ লাইসেন্স প্রদানের জোড় দাবী জানান। জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি মৌজায় অগভীর নলকুপ স্থাপনের লক্ষে কৃষক শাহিনুর, গোলাম মোস্তফা আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলম উপজেলা বিএডিসি অফিসে সেচ লাইসেন্স এর জন্য আবেদন করেন। কিন্তু বিএডিসি ও উপজেলা সেচ কমিটি তদন্ত না করেই লাইসেন্স প্রদানের অভিযোগ তুলেছে ওই কৃষকরা।
বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ মোকামতলা অফিসের ডিজিএম শাহ মোঃরাজ্জাকুর রহমান জানান, উপজেলা সেচ কমিটি যাকে লাইসেন্স দেবে আমরা তাকেই বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকি। তদন্তের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভালো বলতে পারবেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর এর সাথে যোগাযোগ করলে অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত ছাড়া লাইসেন্স প্রদান করা হলে পুনরায় তদন্তের ব্যবস্থা করা হবে।এ ব্যাপারে সেচ কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বললে, তিনি বিষয়টি নিয়ে নির্বাহী অফিসারের সাথে কথা বলার পরামর্শ দেন।