শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
ওয়েব ডেস্ক রিপোর্টঃ আজ মন্ত্রীপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী লিও ভারাতকারের উপস্থিতিতে আয়ারল্যান্ডের চলমান লকডাউন নিয়ে আলোচনা করা হয়। সবার সর্বসম্মতিক্রমে আগামী ১৮ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে।সর্বসাধারণের চলাচল কিছুটা শিথিল করা হয়েছে, আগে যেখানে জরুরী প্রয়োজনে ২ কিলোমিটার ভ্রমণ করার অনুমতি ছিল এখন তা ৫ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে। বাগান ও নির্মাণকর্মীরা আগামী দুই সপ্তাহের ভিতরে কাজে যোগদান করতে পারবেন।বিভিন্ন খুচরা জিনিস ও যন্ত্রাংশের দোকান খোলে দেয়া হবে, যেমন হার্ডওয়্যার, গার্ডেন সেন্টার,ফিটনেস ট্রেনিং সেন্টার ইত্যাদি। লকডাউন শিথিলিকরণে প্রথম ধাপ হিসেবে এগুলো খোলে দেয়া হয়েছে পরবর্তী ধাপে রেস্টুরেন্টে বার, ক্যাফে ইত্যাদি খোলে দেয়া হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আসছে নতুন শিক্ষাবর্ষে (সেপ্টেম্বর) খোলে দেয়া হবে, লিভিং সার্টিফিকেট পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বলেন ভাইরাসের ক্ষমতা খর্ব করার জন্য আমাদের আরও ২ সপ্তাহ কড়া লকডাউনের মধ্য দিয়ে যেতে হবে।
সংক্ষিপ্ত ও অনূদিত
ওবায়দুর রহমান রুহেল
সূত্র দ্যা জার্নাল আয়ারল্যান্ড।