বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা কালে পুলিশ ৯০ বোতল ফেন্সিডিল সহ ফিরোজ আলী (২৮) ও জালাল উদ্দিন (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের জেলার রানীশংকৈল উপজেলার টিএনটি রোডে আটক করা হয়।
গ্রেফতারকৃত- ফিরোজ হরিপুর উপজেলার মারাধার ( মন্নাটলী ) গ্রামের মোকসেদ আলীর ছেলে ও জালাল একই গ্রামের হরমুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, রানীশংকৈল থেকে ২ যুবক ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রানীশংকৈল থানার এস আই খাজিম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স পৌর এলাকার টিএনটি রোড সংলগ্ন বিথী তুলা ঘরে ওৎ পেতে থাকে। ওই সময় পাকা রাস্তার উপর দুই যুবক ঢাকাগামী কোচের জন্য অপেক্ষা করতে থাকে। পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে সঙ্গে থাকা ব্যাগ তল্লাসী করে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ওই দুই মাদক ব্যবসায়ী মাদক পাচারের জন্য ঢাকার উদ্দেশ্যে নাইট কোচ ধরতে পাকা সড়কের উপর অপেক্ষা করছিল। এ ঘটনায় রানীংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রফতারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ২৩ ডিসেম্বর বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।