মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বিয়ের ২২ দিন পরে ঘরের তীরের সঙ্গে ওড়না পেচিয়ে আইরিন বেগম ( ২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সেই উপজেলার জোতদৈবকি এলাকার রুবেল স্ত্রী। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,‘ গত ১ তারিখে জোতদৈবকি এলাকার রুবেলের সঙ্গে বিয়ে হয় পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার আইরিনের। গত রাতে স্বামী-স্ত্রী দুইজনেই এক রুমে ঘুমিয়ে ছিলো। সকালে স্বামী রুবেল ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বাহিরে গেলে আইরিন নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।’
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে জানান,‘ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।’
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..