প্রত্যয় ইউরোপ ডেস্ক: ইতালির রোমে আন্তর্জাতিক অভিবাসী দিবসে (২০২০) বাংলাদেশ দূতাবাসে এক নারীসহ ৫ প্রবাসী বাংলাদেশি ও একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে রেমিটেন্স পুরস্কার প্রদান করা হয়েছে। গত ৮ জানুয়ারি বিকালে রোম বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের এ পুরস্কার প্রদান করা হয়।
ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০১৯ থেকে জুন ২০২০ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে তাদের এ পুরস্কার দেয়া হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান তাদের পুরস্কৃত করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান এবং রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রবাসী সব বাংলাদেশিকে ধন্যবাদ জানান।
যারা ২০২০ সালের রেমিটেন্স পুরস্কার পান তারা হলেন- কার্তিক চন্দ্র ঘোষ, সৈয়দ আবদুল্লাহ আল মাহমুদ, মো. সফিউল্লাহ, কামরুল হাসান এবং মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলা এসআরএল।
উল্লেখ্য, বৈধপথে রেমিটেন্স প্রেরণকারীদের উৎসাহ দিতে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস রোমে রেমিটেন্স পুরস্কার চালু করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।