করোনাভাইরাসের মতো যেকোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও চালু থাকবে পাঠদান কার্যক্রম। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দেশের ২০ কলেজে ডিজিটাল স্টুডিও স্থাপন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে করোনা পরিস্থিতিতে অনলাইনে পাঠদানের লক্ষ্যে নির্মিত ডিজিটাল স্টুডিওর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. হারুন অর রশিদ।
তিনি আরও বলেন, করোনাকালে আমরা যেভাবে মোকাবিলা করেছি, চাইলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ এভাবে মোকাবিলা করা দুঃসাধ্য নয়। এভাবেই মানবজাতি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এ পর্যন্ত পৌঁছেছে। সুতরাং, হাত গুটিয়ে বসে থাকা নয়, এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সর্বপ্রকার চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
উপাচার্য বলেন, বিশ্বজনীন করোনা প্যানডামিকের মধ্যেও জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছি। শিক্ষকরা অনলাইনে শিক্ষার্থীদের উদ্দেশে যাতে পাঠদান করতে পারে সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এ পর্যন্ত ২০টি কলেজে ডিজিটাল স্টুডিও স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে পূর্বে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাসহ সব বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। কয়েকটি পরীক্ষা এরইমধ্যে শুরু হয়ে গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া। এছাড়া কলেজের উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও বহুল সংখ্যক শিক্ষার্থী জুমের মাধ্যমে এ অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত ছিলেন।