নির্বাসন
-তাহমিনা ইয়াসমিন(তাসপিয়া)
ধরনী করেছে আমায় নির্বাসিত
তার ক্রোধ নয় আর অবগুণ্ঠিত
আমি রয়েছি এক নির্জন কোণে
সব লাল নীল আনন্দের বিহনে।
সূর্য উঠে তো প্রতিদিনই তবে,
সুস্থ শুভ সকাল হবে কবে?
হাজার পাখির কলোরব কানে কানে
আমায় যেন টানে নীল আকাশের পানে।
কিন্তু, আজ আমি দন্ডিত এমনটি
তুমি, তোমরা সকলে যেমনটি।
আমি আবার একটু আঁকতে যাই
মনে মনে জলের ছাপে-
হিমু, মিসির আলী অথবা ফেলুদা আর তোমাদের।
জলের ছাপ মিশে যায়
আমার হৃদের অশুদ্ধ লোহিত কণিকায়।
আমার এলোমেলো বোকা বোকা
রংহীন ধূসর চাঁদ বাঁকা বাঁকা।
আমি ভীত হরিণীর মতো সঙ্গীহীন অম্বর
ধরনী কি নিষ্ঠুর-
আবেগহীন লাশ লুব্ধক।
তাহমিনা ইয়াসমিন(তাসপিয়া), ১ম বর্ষ, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়