সাংবাদিক
সকাল হলেই কাগজ হাতে নিয়ে
চোখ বোলাই এদিক ওদিক ।
এই খবর যারা জোগাড় করে,
তাদেরই বলে সাংবাদিক ।
সত্য প্রকাশের টানে ছুটে বেড়াই
গ্রামান্তর থেকে দেশ-বিদেশ ।
ঝড় বৃষ্টি নিয়ে দিন-রাত্ ছোটে ,
রাখেনা কেউ তার হিসেব নিকেষ ।
যুদ্ধ ক্ষেত্র থেকে যুদ্ধের ছবি তুলতে,
করেনা কখনও প্রানের ভয় ,
দাদাদের চোখ রাঙানি, বার বার ব্যার্থ হয়েছে,
প্রমাণ করেছে সাংবাদিক সাহসী নির্ভয় ।
যুদ্ধ বিগ্রহ দেশ বিদেশের রাজনীতির খবর রেখে
রাখে খেলাধুলা আর বিনোদন।
অশিক্ষা অনুন্নয়ন প্রচারে থাকলেও,
প্রচার এড়িয়ে যায়না উন্নয়ন।
দুষ্ট দাদার কুকীর্তি খুঁজলেই
খেতে হয় ঘারধাক্কা আর মার।
সেই দাদারাই নিজেকে জাহির করতে
সাংবাদিক দের খোঁজে বারবার।
সত্য প্রকাশে ভয় পায় না,
থাকে সর্বদা নির্ভিক ও সত।
ইতিহাসের পাতা চোখে আঙুল দিয়ে দেখায়
সাংবাদিকরাই তৈরী করে জনমত।
লেখক: সত্যজিৎ পাল