নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্রদের মাঝে হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের নিজ এলাকা গৃদানসহ আশপাশের কয়েকটি এলাকার ৩০০ পরিবার কে খাদ্য সামগ্রী বিতরণ করেন সৌদি প্রবাসী সমাজসেবক মোঃ মনজিল মিয়া।
জানা যায়,৬মে বুধবার উপজেলার পুমদী ইউনিয়নের নিজ এলাকা গৃদান সহ আশেপাশের কয়েকটি এলাকায় নিজ অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল,ডাল, পেঁয়াজ,আলুসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এছাড়াও সৌদি প্রবাসী সমাজসেবক মোঃ মনজিল মিয়া বিভিন্ন সমাজ সেবা সহ সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছেন।
এই খাদ্য সামগ্রী বিতরণ কাজে তাকে সর্বাত্মক সহযোগিতা করেন তার ছোট ভাই মোঃ তোফাজ্জল হোসেন, চাচা আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সৌদি প্রবাসী মোঃ মনজিল মিয়ার নিজ অর্থায়নে অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি ঘুরে ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করায় ইতিমধ্যে তিনি এলাকায় প্রসংসায় ভাসচ্ছেন।
সৌদি প্রবাসী সমাজসেবক মোঃ মনজিল মিয়া বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্রদের জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এমন কিছু নয়। বরং এলাকার বিত্তবানদের কে নিজ উদ্যোগে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর উৎসাহ দিতেই আমার এই সামান্য খাদ্য সামগ্রী বিতরণ।এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।