শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
দৈনিক প্রত্যয় ডেস্কঃ নাকের নিচে নেউলের লেজের মতো গোঁফ ও তীক্ষ্ণ দৃষ্টিতে যে কারও বুকে কাঁপন ধরিয়ে দিতে পারতেন তিনি। মধ্যভারতে ত্রাস ছড়িয়ে যেতেন তিনি। কুখ্যাত দস্যু হিসেবেই থেকেছেন বছরের পর বছর। অবশেষে মারা গেছেন।
ভারতের গরিবের রবিন হুড খ্যাত ৩১৫টি মামলার আসামী মোহর সিং বুধবার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৩ বছর।
ভারতের চ্যাম্বল অঞ্চলটি তার ভয়ে সর্বদা তটস্থ ও শঙ্কিত থাকতো। শত শত মানুষকে হত্যা, অপহরণ ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে গরিব মানুষের কাছে তিনি ছিলেন রবিন হুডের মতো জনপ্রিয়।
জীবনের একটা সময়ে এসে বলিউড ও রাজনীতিতেও ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছিলেন।
বিন্দ জেলার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, মঙ্গলবার তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে ৩১৫টি মামলা ছিল। যার মধ্যে ৮৯টি ছিল হত্যার।
ডিপিআর/ জাহিরুল মিলন