করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা কমিশনার হোসাইন আহমেদ। শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এনবিআর’র জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এম এ মোমেন সময় সংবাদকে জানান, দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন হোসেইন আহমেদ। কয়েক দিন আগে অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
আরও পড়ুন :মশা নিধনে কাউন্সিলরদেরও দায়িত্ব নিতে হবে: আতিক
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে মাস্টার্স শেষ করে হোসেইন আহমেদ ১৫তম বিসিএস কাস্টম ক্যাডারে ১৯৯৫ সালে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। সবশেষ সিলেট কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট থেকে তাকে কাস্টম এক্সাইজ ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) পদে পদায়ন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
আরও পড়ুন :সপ্তাহের ব্যবধানে করোনায় মৃত্যু ৪৯ ও শনাক্ত ৬৭ শতাংশ বেড়েছে