মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর গোদাগাড়ীতে পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটের সময় গোদাগাড়ী উপজেলার দর্গাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলেন, পাবনার আমিনপুর উপজেলার শিবপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে ট্রাক ড্রাইভার শাহিন শেখ (২৫), সাথিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে ট্রাকের হেলপার শামিম মিয়া(৩৬) ও একই গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মুকুল মিয়া (৪৫)।
র্যাব-৫ রাজশাহীর কোম্পানী কমান্ডার এটিএম মইনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ট্রাক থেকে ৩০ কেজি গাঁজাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ সময় পাথর বোঝাই ট্রাক, তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ও সীমকার্ড, ট্রাকের লাইসেন্সসহ নথিপত্র, ৬০৫ সিএফটি কুচি পাথর, নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।
আটক তিন জনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।