দৈনিক প্রত্যয় ডেস্কঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুর ১২টায় শিশু ফারজানা সুলতানা রাহিমার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। লক্ষ্মীপুর সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে পূর্বরাজাপুর গ্রামের ফয়েজ আহাম্মদ মনুর বাড়ি থেকে শিশু রাহিমা নিখোঁজ হয়।
রাহিমার স্বজন ও পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার পর দিনভর খোঁজাখুঁজি করেও না পেয়ে রাতে চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়রি করে বাবা ফয়েজ আহাম্মদ মনু। শনিবার সকালে লাশের দুর্গন্ধ পেয়ে টয়লেটের ভাঙা অংশে ঢেকে রাখা টিন উল্টে দেখেন ভেতরে রাহিমার লাশ। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি মো. জসীম উদ্দীন জানান, শিশুটি কিভাবে টয়লেটের ট্যাংকিতে ঢুকলো, নাকি কেউ হত্যা করে সেখানে লাশ লুকিয়েছে, এসব কিছু জানা যাবে তদন্ত সাপেক্ষে। এই বিষয়ে মামলা করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
ডিপিআর/ জাহিরুল মিলন