ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী আজগর (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে খালেদ ইকবাল নিটুল।
নিটুল বলেন, ‘গত বছরের এপ্রিল মাসে বাবা করোনা আক্রান্ত হন। এরপর সুস্থ হলেও ফুসফুস ও লিভার সমস্যায় ভুগছিলেন তিনি। রাজধানীর কলাবাগানের বাসায় অবস্থানকালে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে বাবা মারা যান।’
তিনি আরও বলেন, ‘শনিবার (৩ এপ্রিল) বাদ জোহর হালুয়াঘাট মহিলা কলেজে প্রথম নামাজে জানাজা ও বাদ আছর জেলার সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের কাছিমুল উলুম মাদ্রাসায় দ্বিতীয় জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।’
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলী আজগর জেলার হালুয়াঘাটের উপজেলা চেয়ারম্যান হিসেবে দুইবার নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন হালুয়াঘাট আমদানি-রফতানিকারক সমিতির মহাসচিব। এছাড়া, তিনি হালুয়াঘাট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।