নিজস্ব প্রতিবেদক:
রবিবার ১০, মে ২০০ জন ইমাম ও মুয়াজ্জিনদের হাতে প্রধানমন্ত্রীর উপহার (খাদ্য সামগ্রী) তুলে দিলেন সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণজনিত সংকটে অসহায়ভাবে দিনযাপন করা কিশোরগঞ্জের ২০০ জন ইমাম ও মুয়াজ্জিনদের হাতে হাতে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণসামগ্রী) তুলে দেওয়া হয়। এ সময় প্রত্যেককে তার পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ৫ কেজি আলু, মিষ্টি কুমড়া ১ টি, সাবান ১ টি করে ত্রাণসামগ্রী দেয়া হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইমাম ও মুয়াজ্জিনদের হাতে হাতে তুলে দেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এম পি।
এসময় আরও উপস্থিত ছিলেন সচিব ও চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ড জনাব মোঃ আবদুল মান্নান অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, জেলা পরিষদ, মেয়র, কিশোরগঞ্জ পৌরসভা ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। জনস্বার্থে জেলা প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে।