রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
প্রত্যয় নিউজ ডেস্ক : ভারত থেকে ফেরত আসা ৯৯ জন বাংলাদেশিকে বাধ্যতামূলক নড়াইলে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তাদের নড়াইল পৌরসভাস্থ দূর্গাপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আনা হয়। শনিবার নড়াইল কারিকারি প্রশিক্ষণ কেন্দ্রে প্রদর্শন কালে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমসহ সংশ্লিষ্টরা।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, নড়াইল কারিকারি প্রশিক্ষণ কেন্দ্রের চারপাশে প্রাচীর আছে। গেটে ২৪ ঘণ্টা আনসার থাকবে। পুলিশের মোবাইল টিম থাকবে, যাতে বাইরে থেকে কোনো অসুবিধা না হয়। এই ৯৯ জনকে পুলিশ পাহারায় যশোর থেকে নড়াইলে আনা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, মোট ১৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে ইতিমধ্যে ৯৯ জন চলে আসছে। এদের খাওয়া-থাকাসহ যাবতীয় খরচ সরকার বহন করবে।
আরও পড়ুন :ব্রিটেনে ভারতীয় ভ্যারিয়্যান্টে সংক্রমিত ৪০০, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা