সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সুনামগঞ্জ জেলার অন্তর্ভূক্ত বিভিন্ন হাওরে ডুবন্ত বাঁধে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্ভোধন করা হয়েছে। মঙ্গল বার সকালে ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ভাটি তাহিরপুর, ডুবাইল, শয়তান খালী, ধান কুনিয়া হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
হাওরে কোন কোন স্থানে বাঁধ কেটি দেওয়া হলে হাওরের পানি প্রবেশ নিস্কাশন এবং নৌ চলাচলের সুবিধা হবে এই গুলো চিন্থিত করণ হয়েছে । পরিদর্শনের পর নুরপুর গ্রামের পাশ্ববর্তী হাওর রক্ষা বাঁধে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উদ্ধোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পাউবো নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান।
ধর্মপাশা পাউবো উপ সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান এর সঞ্চালনায়, বিশেষ অতিথি সিলেট পাউবো সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বিশিষ্ট ব্যবসায়ী দিদার আহমেদ, যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ সহ আওয়ামীলীগের নেতৃবৃন্ধ। এমপি রতন বলেন, বৃক্ষ লাগান পরিবেশ বাচান, প্রতিটি লোকে কমপক্ষে ২টি করে গাছলাগান, সামাজিক দুরত্ব বজায় রাখুন, নিজে বাচুন, অন্যকে বাচাতে সাহায্য করুন।