ফ্রান্সের কট্টর ডানপন্থি একটি সংগঠনের নাম হচ্ছে Génération Identitaire। এরা বিভিন্ন মানুষকে বিভিন্ন সময়ে উস্কানি দিয়ে একটা অরাজকতা সৃষ্টি যেমন করে,তেমনি উগ্রপন্থি আদর্শ প্রচার করে যেই কাজটা অনেক ধর্মীয় সংগঠনও করে থাকে।তীব্র অভিবাসন বিরোধী বলেও এই সংগঠন এবং এর সদস্যদের প্রতি অভিযোগ আছে।
কিন্তু যেকোনো উগ্রপন্থি চিন্তা-ধারা বন্ধে ফ্রান্সের বর্তমান সরকার বেশ কয়েকটা সংগঠন নিষিদ্ধ করেছেন।
এই সংগঠনটি জানুয়ারিতেই স্বরাষ্ট্রমন্ত্রি Gérald Darmanin নিষেধ করার পরে বিষয়টি নিয়ে আদালতে যান সংগঠনের লোকজন।কিন্তু ফ্রান্সের আদালত সরকারের সিদ্ধান্তকেই সঠিক বলে রায় দিয়েছেন।