মো: ইব্রাহিম, ফ্রান্স থেকে
কোভিড-১৯ এর কারণে বিশ্বের সব দেশই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। ফ্রান্সও হয়েছে যেটি আপনি নিচে ফ্রান্সের GDP চার্টটি দেখলেই বুঝতে পারবেন।তবে সুসংবাদ হচ্ছে এই বছরের ফার্স্ট কোয়ার্টারে গত বছরের শেষ কোয়ার্টার থেকে উন্নতি করেছে।
ফ্রান্সে আমরা যাঁরা থাকি আমরা সবাই এইখানে অবদান রেখেছি। সবাই খরচ কিংবা কেনাকাটায় কমতি না রাখায় এই উন্নতি।যদিও ২০২০ সালের ক্রাইসিস শুরুর লেভেল থেকে 4.4% কম থাকলেও ইনশাল্লাহ সব যদি খুলে দেয়া হয় জুনে এবং সবাই স্পেন্ডিং/কাজকর্মে মনোযোগি হোন তাহলে খুব দ্রুত ফ্রান্সের অর্থনীতি ঠিক হয়ে যাবে। আবার ইকোনোমিস্টরাও প্রেডিক্ট করেছেন যেইভাবে আমেরিকা এবং ইউরোপ নিজের দেশের অর্থনীতির পুনরুদ্ধারে ফান্ডিং দিয়েছে/দিবে এতে পুরো পৃথিবীর অর্থনীতি এই বছরেই ঠিক হয়ে যাবে।
ফ্রান্সের সরকার নিজের দেশের মানুষকে এই যে chômage partiel এবং পাশাপাশি ব্যবসা-প্রতিষ্ঠানের ভাড়া-বাবদ প্রচুর ইউরো দেয়া ছাড়াও আরো অনেক পদক্ষেপ নিয়েছে।সরকারের এমন মানবিক পদক্ষেপও অর্থনীতির এই ফিরে আশার প্রতি সহায়ক ভূমিকা পালন করেছে।
এছাড়াও ইউরোপের সব দেশ মিলে পুরো ইউরোপের সবার জন্যে ৭৫০ বিলিয়ন ইউরো চাইবে ইউরোপিয়ান কমিশনের কাছে। তাঁরা মনে করেন এই ইউরো পুরো ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনীতি পুনরুদ্ধারে কাজে দিবে।
Source : INSEE
আরও পড়ুন : ফ্রান্সে নিষিদ্ধ হচ্ছে কট্টর ডানপন্থি সংগঠন