কলকাতা সংবাদদাতা:
করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার তথ্য গোপন করছে বলে বিরোধী দলগুলি অনেকদিন ধরেই প্রশ্ন তুলে চলেছে। সিপিএম নেতা তথা রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও বিষয়টি নিয়ে একাধিকবার সরব হয়েছেন। বিশেষ করে রাজ্য সরকারের তরফে গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে করোনার মৃত্যু নিয়ে সকলের কী করা উচিত এবং কারা করোনায় মারা যাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত নিয়মাবলি জানালে সমালোচনার ঝড় ওঠে রাজ্য জুড়ে। তখনই টুইট করে সূর্যকান্ত মিশ্র অভিযোগ করে বলেছিলেন, ‘এখন যদি মুখ্যমন্ত্রী নিজেই মৃতের ডেথ সার্টিফিকেট দেন, তা হলে বলতে হবে রাজ্যের ঘোর দুর্দিন ঘনিয়ে এসেছে।’
বিতর্ক চলছিল তার পর থেকেই। বিরোধীদের তোপে প্রতিদিনই বিদ্ধ হতে হচ্ছিল রাজ্য সরকারকে। এরই মধ্যে আইসিএমআর একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, করোনা সংক্রমণে মৃত্যু হলেও ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ পরিষ্কার উল্লেখ করতে হবে। রাজ্য সরকারের ওপর আইসিএমআর–এর এই নির্দেশিকা আরও চাপ বাড়িয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এদিকে, ওই নির্দেশিকা জারির পরই ফের মুখ খুলেছেন সূর্যকান্ত মিশ্রও। তিনি টুইটে লিখেছেন, ‘এ কথা আমি শুরু থেকেই বলে এসেছি। কিন্তু সরকার কোনও গুরুত্বই দেয়নি। আসলে এই সরকার বিরোধীদের কোনও গুরুত্ব দিতে চায় না। কিন্তু কথাগুলি যে অমূলক ছিল না, এই নির্দেশিকা সে কথাই প্রমাণ করছে।’
এ বিষয়ে তিনি একটি উপমা দিয়ে বলেন, ‘গরিবের কথা বাসি না হলে তেতো লাগে। তাই সবাই ছেলেবেলায় তেতো দিয়েই খাওয়া শুরু করে। কিন্তু আমাদের হীরক রাজার দেশে সমস্ত আইনই উল্টোপথে চলে।’ সেই সঙ্গে তিনি এ কথাও বলেছেন, ‘এবার থেকে চিকিৎসকদের নিয়ম মেনে চলা উচিত। তাঁরা হীরক রাজার দেশের উল্টো আইন না মেনে বিজ্ঞান মেনে চলবেন, এটাই প্রার্থিত। আশা করি, মুখ্যমন্ত্রীও স্বাস্থ্য দফতরকে সেই নির্দেশই দেবেন।’ যদিও সূর্যকান্তবাবুর বক্তব্যের জবাবে রাজ্য সরকার বা শাসক দলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।