স্থানীয় কর্তৃপক্ষ বা লা মনশ এবং লা মের দ্যু নর্দ ম্যারিটাইম প্রেফেকচুর টুইটারে জানায়, ৮ইমে শনিবার সকালে ইংলিশ চ্যানেলের ডানকের্ক সীমান্তে দুটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উক্ত উদ্ধার অভিযানে দু’টি আলাদা নৌকা থেকে ৬৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
প্রথম নৌকাটি ফ্রান্স সেনাবাহিনীর একটি টহল নৌকার কাছাকাছি পৌঁছালে নৌকায় থাকা সাতাশ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণ পরেই, ৩৯ জন অভিবাসী নিয়ে দ্বিতীয় নৌকোটির ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সেটিকেও উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানগুলো কয়েকটি উদ্ধারকারী বোটের সমন্বয়ে পরিচালিত হয়।
উদ্ধারকৃতরা কোন দেশের নাগরিক সে সম্পর্কে জানা যায়নি।
উদ্ধারকৃত অভিবাসীদের সবাইকে ডানকের্ক শহরে নিয়ে আসা হয়েছে। তারপর তাদের স্থানীয় অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীর সহায়তায় সীমান্ত পুলিশ (পিএএফ) এর হেফাজতে দেয়া হয়।
স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ প্রেফেকচুর বারবার সতর্ক করার পরও মৃত্যু ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য পৌঁছাতে চাওয়া অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বর্তমানে সাগরে পানির তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রির নীচে থাকায় যেকোন ধরনের অভিবাসন চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সূত্র : ইনফোমাইগ্রেন্টস