সরকার রাজীব, ঢাকাঃ
দূরপাল্লার বাস চালুসহ ৫ দফা দাবিতে রাজধানীর মহাখালীতে অবস্থান কর্মসূচি করেছে পরিবহন শ্রমিকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (১৪ মে) ঈদের দিন সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিবহন মালিক ও শ্রমিকরা যৌথভাবে কর্মসূচি করেন।
“পেটে ভাত নাই, গাড়ী চালাতে চাই” শ্লোগানে মালিক ও শ্রমিকরা দাবি করেন ‘সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দিতে হবে’, সারাদেশে বাস ও ট্রাক টার্মিনাল গুলোতে পরিবহন শ্রমিকদের ১০ টাকা মূল্যে চাল বিতরণ করতে হবে’। তারা বলেন, মালিক ও শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা জিলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৪১৫ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান হিরু, শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শহিদুল্লাহ সদু সহ সকল নেতৃবৃন্দ ও শ্রমিকগন এবং মালিক সমিতির সকল নেতৃবৃন্দ ও মালিকগন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘এবার শ্রমিকরা ঈদ করতে পারছে না পয়সার অভাবে। কারন দীর্ঘদিন কর্মহীন অবস্থায় আছে তারা। অনেক মালিকরাও ঈদের আনন্দ ভোগ করতে পারতেছে না। যার কারনে আজকে অবস্থান কর্মসূচি করে সরকারের নজরে আনা এবং দূর পাল্লার বাস যেন চলাচলের অনুমতি প্রদান করা হয় এটাই আমাদের দাবি।’
এর আগে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে শ্রমিকদের ৫ দফা দাবি ছিল এবং তারা বলেছিল এই দাবি যদি পূরণ না হয় সেক্ষেএে তারা ঈদের দিন বাস টার্মিনাল গুলোতে অবস্থান কর্মসূচি পালন করবেন। এখন পর্যন্ত সে দাবি পূরন হয়নি। তাদের মূল দাবি ছিল ঈদের আগে যেন দূর পাল্লার বাস চলার সুযোগ দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত দূর পাল্লার বাস চলার সুযোগ দেওয়া হয়নি এবং এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এই অবস্থায় তারা ৫ দফা দাবিতে ঈদের দিন অবস্থান কর্মসূচি করেছে।