সিলেট প্রতিনিধি: ০২.৪০ ঘটিকার সময় শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আনিসুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই(নিঃ)/সারোয়ার হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করাকালীন শাহপরাণ (রহঃ) থানাধীন নিপবন আবাসিক এলাকার সামনে অবস্থানকালে হিলভিউ টওয়ারের পাশে মাদক তথা ইয়াবা ট্যাবলেট কেনা বেচা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে এসআই(নিঃ)/সায়োরার হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ২৯ (উনত্রিশ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, ওজন অনুমান ২.৯ গ্রাম, মূল্য অনুমান ৮,৭০০/- টাকা উদ্ধার করেন।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ জুয়েল মিয়া (৩২), পিতা-আবুল কাশেম,মাতা-জাহানারা বেগম,সাং- বাখরপুর,পোঃচাঁনরা, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর ,বর্তমান-সাং-বাসানং-৪৪,রোড নং-২,টিলাগড়,শাপলাবাগ,(মোঃ ফরহাদ উদ্দিন এর বাসার ভাড়াটিয়া),থানা-শাহপরাণ (রহঃ) জেলা- সিলেট বলে জানা যায়।
উক্ত ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-১২, তারিখ-১৯/০৫/২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়েছে এবং এসআই(নিঃ)/মোঃ মশিউর রহমান এর নিকট তদন্তভার অর্পণ করাসহ গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।