বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল বিজয়ী হয়েছেন। অবশিষ্ট ৫টি পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিরা।
মঙ্গলবার সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে ২০২১-২০২২ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এ্যাড.আনিসুর রহমান।
নির্বাচনে সভাপতি পদে পৌর বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক পদে এ্যডভোকেট মো. এন্তাজুল হক পুনরায় নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে এ্যাড. রফিজ উদ্দীন (বিএনপি) ও এ্যাড, হাবিবা ইয়াসমিন(আলীগ), সহ সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসাইন(আলীগ), গ্রন্থাগার বিষযক সম্পাদক এ্যাড.ইয়াজুল ইসলাম(বিএনপি), অর্থ সম্পাদক এ্যাড.আবু দাউদ মানিক(বিএনপি), কমন রুম ও সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন(বিএনপি) এবং সদস্য তৈমুর হাসান(বিএনপি) এবং অবশিষ্ট ৩জন যথাক্রমে আবু তৈয়ব নাজমুল হুদা, আশিকুর রহমান এবং লতিফ কুমার রায় বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ মনোনীত সদস্য।
জেলা আইনজীবি সমিতির মোট ভোটার ছিল ২০৫জন। তন্মধ্যে ভোট প্রয়োগ করেন ১৯৪ জন।