জসিম তালুকদার (চট্টগ্রাম):
ভারতে নির্বাসনে থাকা বির্তকিত লেখিকা একের পর এক তার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন হয় ধর্মকে নিয়ে হয় যৌনতা সম্পর্কে নিয়ে!আজ লিখাটা তুলে ধরলাম যৌনতা নিয়ে লিখা তার হুবহু লিখাটি,,
“সব সময় দেখি মেয়েদের বেলায় লেখা হয় মেয়ে দেহ বিলিয়েছে, আর পুরুষের বেলায় লেখা হয় পুরুষ দেহ ভোগ করেছে। একজন বিলিয়ে দেয়, আরেকজন ভোগ করে! এর মানে এক পক্ষ দেয়, আরেক পক্ষ নেয়! মেয়েরা যে পুরুষের দেহ ভোগ করে, তা কেন স্বীকার করা হয় না! সেক্সটা শুধু পুরুষের প্রয়োজন, সেক্সটা পুরুষের জন্য, মেয়েদের শুধু নিজের শরীরটা পুরুষকে উৎসর্গ করতে হয়! এই অদ্ভুত বিশ্বাস আজও সমাজে চলছে! পুরুষ এটাই চায়। আমাকে নিয়ে অশিক্ষিত শয়তানেরা বলে অনেক পুরুষ আমাকে ‘ভোগ’ করেছে।
আমি বুঝি না, একবারও কেন ওরা বলে না তসলিমা অনেকগুলো পুরুষকে ভোগ করেছে। এই সমাজে যে ভোগ করে দোষ তার নয়, যাকে ভোগ করা হয়, দোষ তার। আমি তো নিজেকে দোষী মনে করি না। যারা নারী পুরুষের সমান অধিকার চায়, তারা বলতে শুরু করুক, মেয়েরা পুরুষের শরীর ভোগ করে। সত্যি কথা হলো, দু পক্ষই ভোগ করে। ভোগ করা মন্দ নয়, বরং ভালো, শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। যে মেয়েরা পুরুষের ভোগের জন্য শরীর দেয়, কিন্তু নিজেরা ভোগ করে না, তারা নিতান্তই দুর্ভাগা। পুরুষের বেলায়ও একই কথা খাটে।
সেক্সটাকে যতদিন শুধু পুরুষের নয়, মেয়েদের ভোগের জন্যও বলে সমাজ স্বীকার না করবে, ততদিন পর্যন্ত মেয়েদের অধিকার বা স্বাধীনতা সম্পূর্ণ অর্জন হবে না।
যৌনদাসত্ব মেয়েদের সবচেয়ে বড় সমস্যা।