জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্রগ্রাম বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সীর হাটের চলমান উদ্ভুত পরিস্থিতি নিয়ে আজ বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. শাহাদত চৌধুরী, ইজারাদার ও বাজার মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান চৌধুরী।
দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে ইজারা আদায়ের বিষয়ে নিম্নবর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় তা নিম্নে তুলে ধরা হলো।
১। স্বাভাবিক সময়ে গরু প্রতি ৭০০/- ও ছাগল প্রতি হাজারে ৪০/- টাকা হারে আদায় করবে।
২। পবিত্র ঈদ- উল-আজহার পূর্বে (সর্বোচ্চ ৩ বাজার) গরু প্রতি ১১০০/- ও ছাগল প্রতি হাজারে ৫০/- টাকা হারে আদায় করবে।
৩। হাঁস/ মুরগী প্রতিটি ৫/- টাকা হারে আদায় করবে।
৪। মাছ ফুল ড্রাম ৫০০/- ও হাফ ড্রাম ২৫০/- টাকা হারে আদায় করবে।
৫। সবজি যারা ৪-৫ ধরণের বিক্রি করেন তাদের ক্ষেত্রে ৫৫/- ও যারা ১ প্রকারের সবজি বিক্রি করেন তাদের ক্ষেত্রে ১০/- টাকা হারে আদায় করবে।
৬। লোডশেড়িং এর সময় যারা জেনারেটর সুবিধা ব্যবহার করেন তারা বাল্ব প্রতি ২০/- টাকা হারে আদায় করার সিদ্ধান্ত হয় বলে জানান।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান চৌধুরী সংশ্লিষ্ট সকলকে বর্ণিত সিদ্ধান্ত সমূহ মেনে চলার অনুরোধ করেছেন।