সিলেট জেলা প্রতিনিধি: সিলেট-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।এই উপনির্বাচনকে সামনে রেখে নিবার্চনে অংশ নিতে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে জোরেসোরে শুরু করেছেন প্রচার-প্রচারনা। আসনটি দেখা যাচ্ছে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের লাইন দীর্ঘ। তবে এত্তোসব প্রার্থীদের মধ্যে যাদের নামে উঠে আসছে আলোচনোয় তাদের মধ্যে অন্যতম দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ আবু জাহিদ।
স্থানীয় নেতৃবৃন্দ মনে করেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ আবু জাহিদকে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলে নৌকার বিজয় নিশ্চিত হবে। কারণ তিঁনি দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হওয়ার পাশাপাশি তার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার।
তিনি ১৯৭১ সালের পরবর্তী সময়ে ৮ম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় ১৯৭৮ সালে ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময় হাটি হাটি পা পা করে উপজেলা ছাত্রলীগ এর সভাপতি নির্বাচিত হন। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র সংগঠক হিসাবে রাজপথ কাঁপিয়েছেন মো. আবু জাহিদ।