২৫ মে’র আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবসকে কেন্দ্র করে প্রকাশিত এক প্রতিবদনে ইটালি পুলিশ জানিয়েছে, অভিবাসীদের ট্রানজিট রুট হিসেবে পরিচিত ইটালির ফ্রিউলি ভেনেৎসিয়া জ্যুলিয়া অঞ্চলে আঠারো বছরের কম বয়সিদের নিখোঁজের হার সবচেয়ে বেশি৷ অভিবাসীরা বলকান রুট ধরে আসার পর এই অঞ্চল হয়ে ইউরোপের অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করেন৷
ত্রিস্তের পুলিশ সদর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে পুলিশের হাতে ধরা পড়া আঠারো বছরের কম বয়সিদের বিভিন্ন স্থাপনায় রাখা হলেও তারা স্বেচ্ছায় সেসব স্থান থেকে চলে যায়৷ ২০২০ সালের দ্বিতীয়ভাবে এভাবে চলে যাওয়া ৫৪৩ জনের মধ্যে ৫৩৩ জন স্বেচ্ছায় অন্যত্র চলে গেছে বলে ধারণা করা হচ্ছে৷
যারা এভাবে নিখোঁজ হয়েছেন তাদের মধ্য থেকে খুব অল্প সংখ্যককে জার্মানির পুলিশের সঙ্গে সমন্বয় করে এবং ইটালির সঙ্গে ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তে পুনরায় সনাক্ত করা সম্ভব হয়েছে৷
চলতি বছর এখন অবধি ৮৩ জন হারিয়ে গেছেন বলে রিপোর্ট করা হয়েছে, যাদের মধ্যে ৬৮ জন স্বেচ্ছায় তাদের আবাসন ছেড়ে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে৷ আর বাকি ১৫ জনকে পুনরায় সনাক্ত করা সম্ভব হয়েছে কিংবা তারা আবার নিজের আবাসনে ফিরে এসেছেন৷
এই পরিস্থিতির উন্নয়নে ফ্রিউলি ভেনেৎসিয়া জ্যুলিয়া অঞ্চলের স্থানীয় প্রশাসন ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সীমান্তে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে৷ তারা মনে করছে গ্রীষ্মে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ আরো বেড়ে যেতে পারে যা বন্ধে উদ্যোগ নেয়া জরুরি৷
সুত্র :ইনফোমাইগ্রেন্টস