1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

আচমকা ঝড়–বৃষ্টি বাংলায়, বজ্রাঘাতে মৃত ২৭, শোক প্রকাশ করে ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৮৮ Time View

বিশেষ সংবাদদাতা,কলকাতা:

আচমকা ঝড়–বৃষ্টিতে বাংলায় স্বস্তি ফিরলেও ২৭ জনের প্রাণ চলে গেল বজ্রাঘাতে। ঘটনায় রীতিমতো দিশেহারা অবস্থা দক্ষিণবাংলার জেলা প্রশাসনগুলির। ঘটনার আকস্মিকতায় হতবাক সরকারও। এত মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা সরকারের তরফে ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

বেশ কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠেছিল বাঙালি। দিন–রাত এক করে অস্বস্তি সূচক উঠে গিয়েছিল একেবারে উপরের দিকে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঘামও হচ্ছিল মারাত্মক। তবে গত দু’দিন বিকেলের শেষে ঝড়ের কারণে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নীচে নামায় রাতের দিকে স্বস্তি দিয়েছিল রাজ্যের মানুষকে। কিন্তু সকাল থেকে ফের গরমে নাজেহাল হয়ে পড়ছিলেন সকলেই। দুপুরের দিকে অস্বস্তি মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। এরই মধ্যে সোমবার বিকেলের শেষে আচমকাই ব্যাপক ঝড় ও বৃষ্টিতে স্বস্তি ফেরে কলকাতা–সহ দক্ষিণবাংলার জেলাগুলিতে।

কিন্তু সেই স্বস্তি বেশি সময় স্থায়ী হয়নি। ঝড়–বৃষ্টি থামতেই বিভিন্ন জেলা থেকে বজ্রাঘাতে মৃত্যুর খবর আসতে থাকে। এদিন রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত বজ্রাঘাতে রাজ্যে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৭–এ। আহতের সংখ্যা ৯। মৃতদের মধ্যে ১১ জনই হুগলির বাসিন্দা। এই জেলার খানাকুলে ২ জন, তারকেশ্বর, পোলবা, দাদপুর, হরিপাল এবং সিঙ্গুরে একজন করে মারা গিয়েছেন। মুর্শিদাবাদে প্রাণ হারিয়েছেন ৯ জন। এই ৯ জনের মধ্যে ৭ জনই জঙ্গিপুরের বাসিন্দা। এ ছাড়া বহরমপুরে মারা গিয়েছেন ২ জন। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ৪ জনের মৃত্যু হয়েছে। বাঁকুড়ায় মারা গিয়েছেন ২ জন। পূর্ব বর্ধমানে মৃত্যু হয় ১ জনের। বাজ পড়ে মুর্শিদাবাদে আহত হয়েছেন ৭ জন। জঙ্গিপুর হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

বাংলায় বাজ পড়ে এতজনের মৃত্যুর খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা ভারতেই। ২৭ জনের মৃত্যুর ঘটনায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর শোক প্রকাশ করেছেন। টুইট করে প্রধামন্ত্রী মোদি বলেছেন, ‘বাংলাকে আমি খুব ভালবাসি। সেই বাংলায় আজ বাজ পড়ে এতজনের মৃত্যুর ঘটনা আমাকে খুব আঘাত করেছে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আর যাঁরা আহত হয়েছেন, তাঁরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এই কামনা করি। সকলের প্রতি জানাই, আপনাদের পাশে সরকার রয়েছে। কখনও নিজেদের অসহায় ভাববেন না।’

২৭ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লিখেছেন, ‘পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বাজ পড়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমি শোক প্রকাশ করছি। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মীয়–পরিজনদের আমার তরফে সমবেদনা জানাই। যাঁরা আহত হয়েছেন, তাঁদের আরোগ্য কামনা করি। তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’
পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। সেই সঙ্গে যাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও তিনি জানান। এই টাকা দেওয়া হবে জাতীয় বিপর্যয় তহবিল থেকে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..