বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা সহ ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ১৭৮২ জনে।
ঠাকুরগাঁও পৌরসভায় প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, সাংবাদিক বন্যা ঠাকুরগাঁও পৌরসভার ৬৩ বছর পর প্রথম নারী মেয়র হয়ে রেকর্ড করেছেন । তিনি এ পৌরসভার ১২তম মেয়র।
ঠাকুরাগাঁও আধুনিক সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা. তোজাম্মেল হোসেন বলেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম সোমবার (০৭জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা কমিটির সভায় আকস্মিক ভাবে অসুস্থ হয়ে পড়েনে । তাৎক্ষনিক ভাবে তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয় । পরে তার স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ ভাইরাস ধরা পরে । তিনি এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলায় সাম্প্রতিক কালে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল হতে সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট) এবং উপজেলা হাসপাতাল সমূহ এন্টিজেন টেষ্টের মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা হলেন- সদর উপজেলায় সদর উপজেলা-১৫ জন, বালিয়াডাঙ্গী-০৩ জন, রানীশংকৈলায় ২ এবং হরিপুর-০২ জন। জেলায় সর্বশেষ আক্রান্ত ২২ জন। মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৭৮২ জন।ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ১৫৮৫ জন। আর মারা গেছেন ৪২ জন। তবে জেলায় এখন পর্যন্ত ভারতীয় ভেরিয়েন্ট শনাক্তের কোন তথ্য পাওয়া যায় নি।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত ভারতীয় ভ্যারিয়েন্ট আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।