1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

কায়ছার আহমেদ মজনু’র লেখনীতে কবিতা অন্ধ সমাজ

  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪৮৫ Time View

অন্ধ সমাজ
কায়ছার আহমেদ মজনু

অন্ধ লোক সমাজ,
আসল নকলের ব্যবধান তাহারা, ভুলিয়া গিয়াছে আজ।
হুরকে বলে নারী তাহারা নারীকে বলে হুর,
ময়ূরকে তারা কাক বলিছে কাক-রে কয় ময়ূর।
বিড়াল দেখিয়া ভয়ে সবাই কাঁপছে থরে-থর,
জীবনে যাহারা বাঘ দেখেনি,কভু এক নজর।
নদী দেখিয়া বারেবারে যারা বেহুঁশ হইয়া যায়,
কি হবে তাদের জীবনে যাহারা,সাগর দেখে নাই!
মিষ্টি খেয়েছে লোভে পড়িয়া,খাই-নাই কভু ঝল,
তাই তো সবাই মিষ্টি লয়ে করছে গন্ডগল।
পুঁথি গিলিয়া শিক্ষিত হয়েছে শিক্ষিতরে জ্ঞানী বলে,
শিক্ষিত আজ জ্ঞানী হয়েছে, জ্ঞানীরা পড়েছে তলে!
খনিজ সম্পদ থাকে গো যেথায়, খনি তাহারে কই,
হরণ করে যে হতে পারে ধনী, খনি সে কভু নয়।
মৌমাছিরা মধু খুঁজে ফিরে বনে আর জঙ্গলে,
ভাবে নাই তারা মনের হড়শে,মধু দিলো কে ফুলে।
সত্য লয়ে বেচা-কেনা কর, সত্য কি জানো না তা,
কি বুঝিয়া নষ্ট করিছো,নিজেরাই নিজের মাথা?
সত্য কইবার তেজ যদি নাই, চুপচাপ বসে থাকো।
আল্লার দোহাই লাগে কাউকে, ভুল বুঝায় ও নাকো।।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..