জসিম তালুকদার (চট্টগ্রাম): কক্সবাজার চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে পদ থেকে বহিষ্কারের দুই দিনের মাথায় স্বীয় পদে পুনর্বহাল করল কেন্দ্রীয় আওয়ামী লীগ।
জাফর আলমের সাবেক ব্যক্তিগত সহকারী হাসানুল ইসলাম আদর তার ফেসবুক পাতায় বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বরাত দিয়ে খবরটি জানান।
উল্লেখ্য গত শুক্রবার জাফর আলমকে উপজেলা আওয়ামীলীগ এর সভাপতির পদ থেকে বহিষ্কার করে কক্সবাজার জেলা আওয়ামীলীগ। এই বহিষ্কারাদেশ অবৈধ দাবী করেছিলেন জাফর আলম।