ওয়েব ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ডারবানে একটি পাহাড়ে হীরা পাওয়া যাচ্ছে-এমন গুজবে হাজারো মানুষ দিনরাত মাটি খুঁড়ে যাচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ডারবানের লাডিস্মিথের কোয়াহ্লাথির ডগলাস অঞ্চলে পাহাড়ি জমিতে গত সপ্তাহ থেকে কিছু লোক হীরা পাওয়ার আশায় মাটি খনন করছে। এদের দেখাদেখি পার্শ্ববর্তী এলাকার মানুষও এসে মাটি খোঁড়া শুরু করে।
এরপর হীরা পাওয়ার গুজব চারদিকে ছড়িয়ে পড়লে, কেপটাউন ও জোহানসবার্গের মতো বড় শহরগুলো থেকেও দলে দলে মানুষ ডারবানে আসতে থাকে।
ডারবানের পাহাড়ে হীরা পাওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রোববার (১৩ জুন) দুপুর নাগাদ ঘটনাস্থলে বিশাল জনতার ভিড় জমে যায়। কেউ কেউ বেলচা নিয়ে এসে একাধারে জমি খনন করতে থাকে।
মানুষ হীরা খুঁজতে এতটাই বেপরোয়া হয়ে উঠে যে, কেউ স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক নেই, শারীরিক দূরত্ব বজায় রাখার কোনো বালাই নেই। তবে সোমবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে দেশটির সরকারি কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধি কাউকে দেখা যায়নি।
মাটি খুঁড়ে হীরা খুঁজতে থাকা লোকজন এক সাংবাদিককে বলেন, সরকারি লোকজন আসার আগেই যতটা সম্ভব মাটি খনন করে হীরা সন্ধানের কাজ করে যেতে চান তারা।
তবে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমগুলো জানিয়েছে, সপ্তাহব্যাপী মাটি খুঁড়ে গেলেও কেউ হীরা পেয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।
কোয়াজুলু-নাটাল প্রাদেশিক সরকারের মুখপাত্র লেনাক্স মাবাসো এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেন, প্রাদেশিক সরকার, অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন ও পরিবেশবিষয়ক জাতীয় খনিজ এবং জ্বালানি বিভাগ বিষয়টি খতিয়ে দেখবে।