টিপস
আগে ভালো করে পানিতে ধুয়ে নিতে হবে টমেটো গুলো। তার পর ভাল করে পানি ঝরিয়ে, শুকিয়ে নিতে হবে।এবার টমেটোর বোটার অংশ ফেলে ৪/১ ভাগ করে কাটুন, এর পর এই টমেটো একটি থালায় টিস্যু বিছিয়ে এর উপর সাজিয়ে ফ্রিজিং করুন।টমেটো যেন একটির গায়ে আরেকটি লেগে না যায়।ডিপ ফ্রিজে রাখার পর টোমেটো জমে গেলে এবার একটি পলিথিনে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষন করুন।এই টমেটো প্রায় ১ বছর পর্যন্ত ভালো থাকে।