সরকার রাজীব, নিজস্ব প্রতিবেদকঃ
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। তবে এই ভাইরাসে বিশ্বব্যাপী ব্যাপকহারে মারা যাওয়ার ঘটনায় সবার ভেতরে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। দিন যতো যাচ্ছে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
ঢাকা মহানগর উওরের ২৫নং ওয়ার্ড অন্তর্গত ৮নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন (৬২) করোনা ভাইরাসে আক্রান্ত হন। আর এই করোনা ভাইরাস থেকে সুস্থ হতে নিজের বাড়িতে আইসলোশেন চিকিৎসা নেন। ভয় না পেয়ে বাসায় থেকে নিজে স্বাস্থ্যবিধি মেনে এখন সম্পূর্ণ সুস্থ। যা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
মীর জাহাঙ্গীর হোসেন দৈনিক প্রত্যয়কে জানান, গত ৭ এপ্রিল থেকে তিনি অসুস্থ ছিলেন। মহাখালীর আইইডিসিআরে পরীক্ষা করালে ২২ এপ্রিল রিপোর্টে তার করোনাভাইরাস পজেটিভ আসে। এরপর থেকে তিনি তার বাসায় থেকেই চিকিৎসা নেন।
তিনি জানান, বাসায় অন্য সবার থেকে আলাদা একটা রুমে ছিলেন। প্রতিদিন চারবার এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আদা, তুলসীপাতা ও পেঁয়াজ গরম পানিতে ফুটন্ত করে ভাব নিয়েছেন। প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় ফলমূল খেয়েছেন। সবসময় গরম পানি খেয়েছেন। তেমন কোন আলাদা ওষুধ খাননি। তবে জ্বরের সময় শুধু প্যারাসিটামল খেয়েছেন। এখন তিনি পুরোপুরি সুস্থ। পূনরায় টেষ্ট করালে ১৪ মে তার করোনা ভাইরাস নেগেটিভ এসেছে।