মোঃ আল-আমিন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায় জমির আইল ‘সিমানা’ কাটাকে কেন্দ্র করে নিজাম উদ্দিন (৬০) নামে একজন কে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এলাহী গং এর বিরুদ্ধে।
রবিবার ২৭শে জুন বিকাল ৪’টার দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের বিদুয়ার মাল্লি (৪ নং ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার দুপুরে জমির আইল কাটাকে কেন্দ্র করে, মৃত নিজাম উদ্দিনের সাথে প্রতিবেশী এলাহীর (৫৫) বিবাদ শুরু হয়। এসময় এলাহী তার লোকজনসহ নিজাম উদ্দিনকে জমির আইল কাটা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর এক পর্যায়ে এলাহী উত্তেজিত হয়ে কোদালের হাতল দিয়ে নিজাম উদ্দিনের বুকে এলোপাতাড়ি ভাবে মারধোর করতে থাকে। এময় নিজাম উদ্দিন মাটিতে পড়ে গেলে তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে।
এ সময় নিজাম উদ্দিনের অবস্থা আশংকাজনক দেখে এলাকাবাসী বিকাল ৪’টার দিকে পল্লী চিকিৎসক ইদ্রিস আলীকে ডেকে আনেন। এর কিছুক্ষণের মধ্যেই নিজাম উদ্দিনের মৃত্যু হয়।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং ঘটনার সাথে জরিত কয়েকজনের মধ্যে ৩’ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
এ ঘটনার বিষয়ে যানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান আমরা ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছি। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে সঠিক তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে।