বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় সহ ওই থানার ২ সাব ইন্সপেক্টর শফিউর রহমান ও মাসুদ মিয়া এবং গাড়ির চালক আকিমুল হক করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার আক্রান্তরা নমুনা প্রদান করলে চিকিৎসকরা তাদের করোনা রোগী হিসেবে শনাক্ত করে।
রুহিয়া থানার ওসি রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। বর্তমানে তারা রুহিয়া থানার আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
সাম্প্রতিককালে ঠাকুরগাঁও জেলায় করোনার প্রাদুর্ভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৮৯ জন শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩২৭৬ জন এবং এখন পর্যন্ত মারা গেছেন ৮১ জন।
করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় গত ২৩ জুন ঠাকুরগাঁও জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত সপ্তাহব্যাপি লকডাউন কার্যকরে ওসি চিত্তরঞ্জন রায় ও তার পুলিশ বাহিনী রুহিয়া থানা এলাকায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আর লকডাউনের শেষ দিনে তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করায় বুধবার দুপুরে করোনার নমুনা প্রদান করলে চিকিৎসকরা রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় সহ ওই থানার ২ সাব ইন্সপেক্টর শফিউর রহমান ও মাসুদ মিয়া এবং গাড়ির চালক আকিমুল হক কে করোনা রোগী হিসেবে শনাক্ত করে। বর্তমানে তারা রুহিয়া থানার ৩ তলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ওসির অনুপস্থিতকালীন সময়ে ওসি (তদন্ত) শহিদুর রহমান দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বুধবার সকালে রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক পানি সম্পদ মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। ওই সময় এমপি মহোদয়ের সঙ্গে ছিলেন ওসি চিত্ত রঞ্জন রায় সহ ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম।