সাইদুল ইসলাম, কাউনিয়া ,রংপুর: করোনা ভাইরাসের ডেল্টা প্লাস ভেরিয়েশন সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে রংপুরের কাউনিয়া উপজেলায় লকডাউন কার্যকর করতে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী এবং মাঠ প্রশাসনের কর্মীরা দায়িত্ব পালন করছেন।এছাড়াও মাইকিং করে লকডাউন কার্যকর করার আহবানের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালিয়েছন প্রশাসনের পক্ষ থেকে।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছে থানা পুলিশ। এছাড়া অহেতুক বাইরে বের হওয়া লোকজনদের ঘরে ফেরাতে কঠোর ভুমিকা রাখছে প্রশাসন। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে টহল দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশ ।
সরেজমিনে দেখা যায় উপজেলার বাসস্টান্ড মোড, সানাই মোড,রেলগেট, রাজেন্দ্র বাজার ,বেইলীব্রীজ, মীরবাগ ও সারাই এলাকাসহ উপেজলার প্রত্যেকটি এলাকায় লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী পুলিশের তৎপরতা চলছে। কিন্ত আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় রিকশা,সাইকেল,মোটরসাইকেল ও প্রাইভেট কার চলছে। উপেজলা জুড়ে মোটামুটি এমন চিত্র দেখা গেছে ।
পূথক পূথক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভুমি) লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় কার্যকর পদক্ষেপ নিতে দেখা গিয়েছে।
হারাগাছ সারাই বাজার এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে টিন ও হার্ডওয়ারের দোকান খোলা রাখার দায়ে দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনী।
মীরবাগ এলাকার আল আমিন নামের একজন জানান, বাসায় সারাক্ষণ থাকতে ভালো লাগছে না তাই মাঝে মধ্যে একটু বাইরে বের হয়ে হাঁটাচলা করছি কিন্তু প্রশাসনের কারনে ঠিকভাবে বের হতেও পারছি না।