মোঃ আল-আমিন, লালমনিরহাট প্রতিনিধি: সরকার ঘোষিত ৭’দিনের লকডাউনের আজ প্রথম দিনে, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় মাঠে নামেছেন প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার।
সাতদিনের সরকারি কঠোর লকডাউন কার্যকর করতে উপজেলার বুড়িমারী, বাউড়া ও পাটগ্রাম পৌরসভার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য কারীদের ১৫’টি মামলায় ভিন্ন আঙ্গিকে ২৪২০০ টাকা জরিমানা করা হয়’’।
টহল অভিযানে নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান। সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাে. রুবেল রানা। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ, (ওসি) ওমর ফারুক, ও থানার পুলিশ সদস্যরা।
লকডাউন শুরুর প্রথম দিন থেকেই উপজেলার বিভিন্ন সড়কে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী’’। বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষের কাছে চলাচলের কারণ জানতে চাওয়া হচ্ছে। সড়কে চলাচল করছে জরুরি সেবা ও পণ্যবাহী যান বাহন।
গণপরিবহন, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির চলাচল কম থাকায় উপজেলার বেশিরভাগ সড়ক ফাঁকা রয়েছে। মুদির দোকান, ফার্মেসী ও কয়েকটি খাবারের দোকান খোলা থাকলেও হোটেল রেস্টুরেন্ট গুলো বন্ধ ছিল। এবং মানুষের চলাচল
ও অন্যান্য সময়ের চেয়ে অনেকটা কম লক্ষ্য করা যায়। সাত দিনের কঠোর লকডাউন শেষ হবে ৭ জুলাই মধ্যরাতে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান জানান, আসুন আমরা বৈশ্বিক এই করোনা ভাইরাসের সংক্রমণ হতে দেশ ও নিজেকে রক্ষা করতে আরো বেশি সচেতন হই। স্বাস্থ্যবিধি মেনে চলি।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে ও মানুষ জনকে শতর্ক সচেতন করতে প্রশাসন কাজ করছে ও মাঠে নজরদারী রাখছেন সার্বক্ষণিক।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ, (ওসি) ওমর ফারুক জানান। স্বাস্থ্যবিধি মেনে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। ভোর থেকেই উপজেলার বিভিন্ন সড়কে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী,